আপনার নেতৃত্বের অপেক্ষায়---আগামীর বাংলাদেশ।
তুমি জেগে ওঠো আজকের হয়ে, এবার তুমি তোমার মত, তুমি বাঁধনহারা, তোমার জন্য স্বাধীনতা, তোমাকে আসতেই হবে, নতুন বাংলাদেশ তোমার অপেক্ষায়। যেখানে তোমার স্বপ্ন, তুমি বুনবে, নতুন বাংলাদেশ- আগামী বিশ্ব তোমার হাতে।
১৪০। কমিশনের দায়িত্ব
Impact Story
বিষয়টি শুনুন

নিম্নের বিষয়টি শুনতে পারবেন।

ডাউনলোড করুন

ডাউনলোড করে পড়তে পারবেন।

Impact Story
পাশে উল্লিখিত বিষয়টি শুনুন

পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।

পাশে উল্লিখিত বিষয়টি ডাউনলোড করুন

অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।

১৪০। কমিশনের দায়িত্ব

(১) [বাংলাদেশ] কর্ম কমিশনের দায়িত্ব হইবে, [...]

(২) বাংলাদেশ কর্ম কমিশন কর্ম বিভাগের পরিচালনা পর্ষদ হইবে।

(ক) বাংলাদেশের সীমানার মধ্যে অসামরিক পদে উপযুক্ত নিয়োগদাতা এবং গ্রহীতার মধ্যে সহজে যোগাযোগ ও স্বার্থ সুরক্ষা নিশ্চিতকল্পে একটি দপ্তর বা মঞ্চ পরিচালনা,

(খ) ধর্মীয় সহিষ্ণুতা, দল নিরপেক্ষতা (নিবন্ধিত রাজনৈতিক দল ও তাঁদের ভ্রাতৃপ্রতিম সংগঠন), সততা, কর্মঠ বা নিষ্ঠা, মেধা ও কর্ম দক্ষতার ভিত্তিতে নাগরিকতন্ত্রের কর্মে নিয়োগদানের জন্য উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে শীর্ষ উপযুক্ত ব্যক্তিদিগকে ক্রমিক অনুযায়ী মনোনয়নের উদ্দেশ্যে যাচাই, পরীক্ষা-পরিচালনা, ও অতিত কর্মের রিপোর্ট পর্যালোচনা;

(গ) প্রয়োজন অনুযায়ী নাগরিকতন্ত্রের কর্মে নির্দিষ্ট বিষয়ে নিয়োগে ঐ বিষয়ের জাতীয় পরিষদের মুখ্য ও গৌণ সদস্যদের সহযোগিতা লইবেন।

(ঘ) এই অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী [সংসদ বা জাতীয় পরিষদ] কর্তৃক কোন বিষয় সম্পর্কে বাংলাদেশ কর্ম কমিশনের [সহযোগিতা] চাওয়া হইলে কিংবা বাংলাদেশ কর্ম কমিশনের দায়িত্ব-সংক্রান্ত কোন বিষয় বাংলাদেশ কর্ম কমিশনের নিকট প্রেরণ করা হইলে সেই সম্বন্ধে রাষ্ট্রপতিকে [সহযোগিতা] এবং

(ঙ) শিক্ষানবিশ কর্মী সম্পর্কিত ও আইনের দ্বারা নির্ধারিত অন্যান্য দায়িত্বপালন।

(২) সংসদ কর্তৃক প্রণীত কোন আইন এবং বাংলাদেশ কর্ম কমিশনের সহিত পরামর্শক্রমে জাতীয় পরিষদ কর্তৃক রাষ্ট্রপতি সম্মতিতে প্রণীত কোন প্রবিধানের [...] বিধানাবলী-সাপেক্ষে জাতীয় পরিষদের মাধ্যমে রাষ্ট্রপতি নিম্নলিখিত ক্ষেত্রসমূহে বাংলাদেশ কর্ম কমিশনের সহিত পরামর্শ করিবেন:

[(ক) বাংলাদেশ শ্রম আইন প্রণয়ন ও সংশোধন সম্পর্কিত বিষয়াদি,

(খ) নাগরিকতন্ত্রের কর্মে নিয়োগের পদ্ধতি, যোগ্যতা, পদোন্নতি, বদলি বা অপসারণ সম্পর্কিত বিষয়াদি;

(গ) বাংলাদেশের সীমানার মধ্যে অসামরিক পদের সুযোগ-সুবিধা, অধিকারসহ ] কর্মের শর্তাবলীকে প্রভাবিত করে, এইরূপ বিষয়াদি; এবং

(ঘ) বাংলাদেশের সীমানার মধ্যে সকল পদের কর্মের শৃঙ্খলামূলক বিষয়াদি।

(৩) বাংলাদেশ কর্ম কমিশন দায়িত্বপালনের ক্ষেত্রে স্বাধীন ও স্বচ্ছ থাকিবেন এবং কেবল এই সংবিধান ও আইনের অধীন হইবেন।

(৪) এই সংবিধানের নবম তফসিল অনুযায়ী বাংলাদেশ কর্ম কমিশনের দায়িত্ব সংসদের আইন-দ্বারা নির্ধারিত হইবে।

() কর্ম বিভাগের দায়িত্বপালনে বাংলাদেশের নির্বাহী, আইন, ও বিচার বিভাগ সহযোগিতা করিবেন।

“১। কোন সরকারী”, “২। প্রজাতন্ত্রের কর্মে নিয়োগদানের জন্য উপযুক্ত ব্যক্তিদিগকে মনোনয়নের উদ্দেশ্যে যাচাই ও পরীক্ষা-পরিচালনা”, “৩। রাষ্ট্রপতি”,“৪। পরামর্শ”,“৫। উপদেশদান”, “৬। (যাহা অনুরূপ আইনের সহিত অসমঞ্জস নহে)”, “৭। (ক) প্রজাতন্ত্রের কর্মের জন্য যোগ্যতা ও তাহাতে নিয়োগের পদ্ধতি সম্পর্কিত বিষয়াদি; (খ) প্রজাতন্ত্রের কর্মে নিয়োগদান, উক্ত কর্মের এক শাখা হইতে অন্য শাখায় পদোন্নতিদান ও বদলিকরণ এবং অনুরূপ নিয়োগদান, পদোন্নতিদান বা বদলিকরণের জন্য প্রার্থীর উপযোগিতা-নির্ণয় সম্পর্কে অনুসরণীয় নীতিসমূহ; (গ) অবসর-ভাতার অধিকারসহ প্রজাতন্ত্রের



০০।  ককককক= নতুন উপধারা বা ধারা, কককককসংযুক্ত[কককক]০০=সংশোধিত বা পরিবর্তিত, ককককক= বিলুপ্ত, ককককক= অপরিবর্তিত"